সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
পঞ্চম শ্রেণি প্রাথমিক বিজ্ঞান
ষষ্ঠ অধ্যায়
সুস্থ জীবনের জন্য খাদ্য
সংক্ষিপ্ত প্রশ্ন
১। সুষম খাদ্য কাকে বলে?
উত্তর : খাদ্যের ছয়টি উপাদান যে খাদ্যে সুষমভাবে বিন্যস্ত থাকে, তাকে সুষম খাদ্য বলে।
২। সুষম খাদ্যের উপাদান কয়টি ও কী কী?
উত্তর : সুষম খাদ্যের উপাদান ছয়টি।
যথা—শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, তেল-চর্বি ও পানি।
৩। শর্করাজাতীয় দুটি খাবারের নাম লেখো।
উত্তর : শর্করাজাতীয় দুটি খাবার হলো ভাত ও আলু।
৪। ভিটামিনজাতীয় দুটি খাবারের নাম লেখো।
উত্তর : ভিটামিনজাতীয় দুটি খাবারের নাম হলো আম ও দুধ।
৫।
কী কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়?
উত্তর : অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।
৬। মানবদেহে ওজনজনিত সমস্যা সৃষ্টির কারণ কী?
উত্তর : অতিরিক্ত খাদ্য গ্রহণ মানবদেহে ওজনজনিত সমস্যা সৃষ্টির মূল কারণ।
৭। নিরাপদ খাবার কাকে বলে?
উত্তর : কোনো প্রকার রাসায়নিক দূষক বা জীবাণুমুক্ত খাবারকে নিরাপদ খাবার বলা হয়।
৮। পরিমিত খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?
উত্তর : শরীরকে সুস্থ ও ভালো রাখার জন্য পরিমিত খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
৯। খাদ্য সংরক্ষণ কী?
উত্তর : খাদ্যের অপচয় রোধ এবং দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করাই হলো খাদ্য সংরক্ষণ।
১০। বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর কিভাবে পাওয়া যায়?
উত্তর : খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।
১১। খাদ্য সংরক্ষণের দুটি উপায় লেখো।
উত্তর : খাদ্য সংরক্ষণের দুটি উপায়—
i. চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা;
ii. মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠাণ্ডায় রেখে সংরক্ষণ করা।
১২। কোন কোন খাদ্য তেল দিয়ে সংরক্ষণ করা হয়?
উত্তর : জলপাই, বরই, আম ইত্যাদি তেল দিয়ে সংরক্ষণ করা হয়।
১৩। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার কিভাবে সংরক্ষণ করা হয়?
উত্তর : ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়।
১৪। খাদ্য সংরক্ষণের দুটি সুবিধা লেখো।
উত্তর : খাদ্য সংরক্ষণের দুটি সুবিধা—
i. খাদ্যের দ্রুত পচন রোধ করে; ii. খাদ্যের অপচয় রোধ করে।
১৫। শরীরকে সুস্থ ও সবল রাখতে কোন কোন খাবার পরিহার করা উচিত?
উত্তর : শরীরকে সুস্থ ও সবল রাখতে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য মেশানো খাবার পরিহার করা উচিত।
১৬। খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কী মেশানো হয়?
উত্তর : খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কৃত্রিম রং মেশানো হয়।
১৭। কোন কোন খাবারে কৃত্রিম রং মেশানো হয়?
উত্তর : বার্গার, পিত্জা, পটেটো চিপস, ফ্রায়েড চিকেন, কোমল পানীয় ইত্যাদি খাবারে কৃত্রিম রং মেশানো হয়।
১৮। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের কী কী রোগ সৃষ্টি করতে পারে?
উত্তর : কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে।
১৯। কারা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও কৃত্রিম রং মিশিয়ে থাকে?
উত্তর : অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও কৃত্রিম রং মিশিয়ে থাকে।
২০। ফল পাকানোর জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
উত্তর : ফল পাকানোর জন্য ফলে কার্বাইড নামের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
২১। জাংক ফুড কী?
উত্তর : জাংক ফুড হলো অত্যধিক চিনি, লবণ ও চর্বি মিশ্রিত খাবার, যা সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়।
২২। কয়েকটি জনপ্রিয় জাংক ফুডের নাম লেখো।
উত্তর : কয়েকটি জনপ্রিয় জাংক ফুডের নাম—বার্গার, পিত্জা, পটেটো চিপস, ফ্রায়েড চিকেন, কোমল পানীয় ইত্যাদি।
শিক্ষাবার্তা ডটকম/জামান/১০/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.