চট্টগ্রামঃ সন্দ্বীপে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম রনজিত কুমার দাস(৬৫)।
সোমবার সকাল দশটায় রহমতপুর ইউনিয়নে তার নিজের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রনজিত কুমার দাস সোমবার সকালে নিজের বসতঘরে চাউলের গুড়ো করার সময় ব্লেন্ডার মেশিন থেকে বিদ্যুতায়িত হয়ে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাস্টার রনজিত কুমার দাস মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি, শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ, রহমতপুর লোকনাথ ব্রহ্মচারী মন্দির, গীতা শিক্ষা পরিষদ সহ সন্দ্বীপের বিভিন্ন ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.