Breaking News

বিশ্বসেরা ল্যানসেট জার্নালে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাদশার গবেষণা প্রবন্ধ

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: বাদশা আলম। সর্বক্ষণ গবেষণার মধ্যে ডুবে থাকেন | বিশ্বসেরা সব জার্নালে এখন পর্যন্ত প্রকাশিত তার গবেষণার সংখ্যা প্রায় ১০টি। আরো প্রায় ২০টি গবেষণা প্রবন্ধ রয়েছে পর্যালোচনাধীন | তার প্রাপ্তির ঘরে সবচেয়ে বড় পালকটি যোগ হয়েছে এবার |

বিশ্বসেরা ল্যানসেট সিরিজের জার্নাল দ্য ল্যানসেট রিজিওনাল হেল্থ সাউথ ইস্ট এশিয়া-তে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে | গতকাল ৮ এপ্রিল (সোমবার) এটি প্রকাশ পায়। ২০২৪ সালের জুন সংখ্যায় জার্নালের ভলিউম ২৫-এর ইস্যুতে এটি নিবন্ধিত হয়েছে। প্রবন্ধটির শিরোনাম- “Effects of disability on adverse health outcomes and anthropometric deficits among under-five children in South Asian countries: evidence from multiple indicator cluster surveys.”

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর সন্তান মো: বাদশা আলম। শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পপুলেশন সায়েন্স বিভাগে। তিনি সম্মান ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই গবেষণা প্রবন্ধটি প্রকাশের মাধ্যমে নিজেকে গবেষণার ক্ষেত্রে অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন |

তিনি বলেন, “মাত্র স্নাতক শেষ করা একজন ছাত্রের জন্য এই অর্জন অসাধারণ ও অনন্য। বিশ্বে গবেষকরা যারা গবেষণার সাথে যুক্ত তারা উপলব্ধি করতে পারবেন এই অর্জন কতটা গৌরবময়। আমার কাছে প্রত্যেকটি গবেষণা একেকটি ব্রেইন চাইল্ড। স্বপ্ন ছিল একদিন নাম করা সব জার্নাল গুলোতে আমার গবেষণা প্রকাশিত হবে। আজ সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলো।”

তার এই গবেষণাটি তার শিক্ষককে উৎসর্গ করে বলেন, “আজ আমার এই আমিতে তৈরি করতে যে মানুষটি মাথার উপর সবসময় ছায়া হয়ে পাশে ছিলেন তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক ড. নুরুজ্জামান খান স্যার। আমার আজকের এই কৃতিত্ব তাকে উৎসর্গ করছি। সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে গবেষণার সাথে থেকে দেশকে ভালো কিছু উপহার দিতে পারি।”

গবেষণার ফলাফল সম্পর্কে বাদশা জানান, আমরা আমাদের গবেষণায় পাঁচ বছর নিচের বয়সি বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য যেমন তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, জ্বর, ডায়রিয়া এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ওজন কম হওয়া, অপুষ্টিতে ভোগাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পর্যালোচনা করেছি। এইসব স্বাস্থ্য সমস্যা এবং অপুষ্টি বিশ্বব্যাপী শিশু মৃত্যুর সাথে বিভিন্ন রোগের বোঝার প্রধান কারণ, যার বেশিরভাগই নিম্ন মধ্য আয়ের দেশে, বিশেষ করে বাংলাদেশ। আমাদের গবেষণার ফলাফলগুলি দক্ষিণ এশিয়ায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির দুর্বলতার উপর জোর প্রদান করে। আমরা বিশ্বাস করি যে আমাদের গবেষণার ফলাফলগুলি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা করে বিবিন্ন পলিসি প্রণয়ন করতে নীতিনির্ধারকদের সাহায্য করবে। তদুপরি, আমাদের গবেষনাটি দক্ষিণ এশিয়ায় পাঁচ বছরের কম বয়সী প্রতিবন্ধী শিশুদের মধ্যে শোচনীয় স্বাস্থ্য এবং পুষ্টির ঘাটতির উচ্চতর ঝুঁকি মোকাবেলায় সামাজিক সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের সুপারিশ করে।

উল্লেখ্য, জার্নালটির এডিটোরিয়াল বডি সাজানো হয়েছে একদল বিজ্ঞ শিক্ষক ও গবেষক দ্বারা। যারা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণা করছেন। নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ ৬ গবেষকের সমন্বিত এই গবেষণার প্রধান গবেষক তিনি। অন্যান্য সহগবেষক হলেন- নজরুল বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান খান, সহকারী অধ্যাপক শিমলিম জাহান খানম ও বিভাগের শিক্ষার্থী মো: সোহেল রানা। এছাড়াও অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির মেডিকেল এন্ড এপ্লাইড সাইন্সের শিক্ষক জনাব প্রফেসর গোলাম খন্দকার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক জনাব মো: আউয়াল কবীর সহগবেষক হিসেবে ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

৯ দিনের ছুটি পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তানজিদ শাহ জালাল ইমন বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ৯ দিনের …