ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকের হাত-পা ভাঙ্গল দুর্বৃত্তরা

ঝিনাইদহঃ জেলার শৈলকূপায় ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাসের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় দুই হাত-পা ভাঙ্গা অবস্থায় আহত শিক্ষককে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার যুগনী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষক স্থানীয় বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় ইউপি সদস্য সুব্রত কুমার বিশ্বাস দীপক এবং ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানায় কর্মরত ওসি ও একই গ্রামের বাসিন্দা আকুল চন্দ্র বিশ্বাসের কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস বলেন, গতরাতে আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করেই আমার নাম ধরে একদল ব্যক্তি ডাকতে থাকে। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে পাই মুখ বাঁধা অবস্থায় ৭-৮ জনের সংঘবদ্ধ একদল আমাকে হুমকি দিতে থাকে। তারা ওই সময় বলে- ‘এবার স্কুল কমিটির নির্বাচনে সভাপতি বানাবি ওসির স্ত্রী অপর্ণাকে’। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং বলি এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সেসময় হঠাৎ করেই তারা আমাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ সকল অভিযোগের বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.