নিজস্ব প্রতিবেদক, ঢা্কাঃ বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা ও বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে। উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
মঙ্গলবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
শিক্ষক-কর্মচারীরা এবারও খণ্ডিত উৎসব ভাতা পেলেন। ২০০৪ খ্রিষ্টাব্দ থেকে স্কুল কলেজের শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.