মাদ্রাসার শিক্ষকদের মার্চের বেতন, উৎসব ভাতা ও বৈশাখী ভাতার চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৪) মাসের বেতন-ভাতার এমপিওর চেক, উৎসব বোনাস ও বৈশাখী ভাতা ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। আগামী ৩ এপ্রিল ২০২৪ ইং তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন শিক্ষক কর্মচারীরা।

সোমবার (০১ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি মঙ্গলবার প্রকাশ করেছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মার্চ/২০২৪ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ০১/০২/২০২৪ তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২৮৯; তারিখ: ০১/০২/২০২৪ খ্রি.। শিক্ষক- কর্মচারীগণ আগামী ০৩/০৪/২০১৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে মার্চ/২০২৪ মাসের বেতন- ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ০৩/০৩/২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ঈদ-উল-ফিতর/২০২৪ এর উৎসব ভাতা (স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২৯৯; তারিখ: ০১/০৪/২০২৪খ্রি.) ও বৈশাখী ভাতা/২০২৪ (স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৩০০; তারিখ: ০১/০৪/২০২৪খ্রি. ) উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়তে পারে, প্রতিবেদন জমা

ঢাকাঃ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়তে পারে। এ–সংক্রান্ত পর্যালোচনা কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর …