মানিকগঞ্জঃ শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিন কিনেছেন ৬ হাজার টাকায়। অথচ বিল করেছেন ৯৪ হাজার টাকা। এক বছরে দৈনন্দিন খরচ দেখিয়ে ভাউচার করেছেন প্রায় ১৭ লাখ টাকা। এমন পাহাড়সম আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৮ মার্চ প্রধান শিক্ষক ইউছুব আলীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এর আগে এই প্রধান শিক্ষকের নানা অনিয়মের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন অভিভাবকেরা।
একাধিক লিখিত অভিযোগও দিয়েছিলেন উপজেলা প্রশাসনের কাছে। এবিষয়ে তদন্ত কমিটি ঘটনার সত্যতাও পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ও আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় আর্থিক অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক ওই চিঠির কোনো পাত্তা না দিয়ে উলটো এক মাসের সময় চেয়ে আবেদন দেন।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতাসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৩০ জন শিক্ষার্থীর অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক মো. ইউছুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সালাহ উদ্দিন সরকার বলেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে অসদাচরণের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। পরবর্তীতে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে বরখাস্তকৃত প্রধান শিক্ষক ইউছুব আলীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘উথলী কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ মর্মে তাঁর দপ্তরে একটি অনুলিপি দেয়া হয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.