এইমাত্র পাওয়া

কোদালের আঘাতে প্রাণ গেল সহকারী শিক্ষক জিল্লুরের!

নাটোরঃ জেলার নলডাঙ্গায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের কোদালের আঘাতে জিল্লুর রহমান (৪৮) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিল্লুর রহমান (৪৮) উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি নওগাঁর আত্রাই উপজেলার থল ওলমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মৌলভী) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল, রহিদুল ও জিল্লুর রহমানের সঙ্গে আপন চাচাতো ভাই আবেদ আলী, হামেদ ও সামাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে লাঠি-সোঁটা, কোদাল, হাসুয়া নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জিল্লুর রহমানসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে জিল্লুর রহমানসহ আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জিল্লুর রহমানকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে শনিবার (৩০ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় গতকাল নিহতের ভাই খোরশেদ হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ একজনকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.