এইমাত্র পাওয়া

শিগগিরই শুরু হচ্ছে ৩য় শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ট্রেডিশনাল সাময়িকী পরীক্ষা আর থাকছে না। শ্রেণীভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু থাকবে, খুব শিগগিরই অ্যাপসের মাধ্যমে এ কার্যক্রম চালু হবে ।

বৃহস্পতিবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সচিব বলেন, এটা অ্যাপসের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। যেটা নিয়ন্ত্রণ করবে এনসিটিবি। আমরা সহজে এখানে শিক্ষার্থীদের মূল্যায়ন পেয়ে যাব। এই অ্যাপস এর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে, খুব দ্রুতই আমরা এ পদ্ধতিতে চলে যাব।

গণশিক্ষা সচিব বলেন, এবার ৩০০ বিদ্যালয়ের তালিকা করা হয়েছে। এর মধ্যে যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ধারাবাহিকভাবে কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হবে। এ ছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের কম সেসব স্কুলকেও পার্শ্ববর্তী স্কুলে যুক্ত করে দেওয়া হবে।

এর আগে, রোববার (৩ মার্চ) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানান, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক ৫ হাজার ২০৫ জন এবং সহকারী শিক্ষক ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জনসহ ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় সরকারিকরণ হয়েছে বেসরকারি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.