নিউজ ডেস্ক ।। এশিয়া ফাউন্ডেশন শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শিক্ষাসফরের জন্য উইলিয়াম পি. ফুলার ফেলোশিপ প্রদান করবে। এশিয়া ফাউন্ডেশন ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন ও সম্ভাবনাকে প্রসারিত করতে কাজ করে থাকে। নির্বাচিত ফেলোদের শিক্ষাসফরের পাশাপাশি অংশ নিতে হবে ভার্চ্যুয়াল সেমিনারে, যেখানে ফেলোরা এশিয়া ফাউন্ডেশনের ‘বিভেদ ও দ্বন্দ্ব’ এবং ‘নেতৃত্ব ও বিনিময়’–সংক্রান্ত দুটি প্রোগ্রামে যুক্ত হবেন।
শিক্ষাসফরের জন্য নির্বাচিত তিনজন ফেলো আমেরিকার সান ফ্রান্সিককো বে এরিয়া, নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে অক্টোবরের ১৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত মোট ১২ দিন সশরীর উপস্থিত থাকবেন। এই শিক্ষাসফরের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাজে অবদান রাখা অন্যান্য দেশের ফেলোদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং এই বৈশ্বিক কমিউনিটির উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন।
সুবিধা:
* প্রত্যেক ফেলো পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৫ লাখ টাকা
* লিড এক্সের লিডারশিপ ডেভেলপমেন্ট সাপোর্ট
* ইউএস ইনস্টিটিউট অব পিসের কোর্স
যোগ্যতা :
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে (অন্যান্য আরও ২০টি দেশের নাগরিকরাও আবেদন করতে পারবেন)।
প্রার্থীকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে উৎসাহী হতে হবে।
ইংরেজিতে কথা বলা ও লেখায় খুব দক্ষ হতে হবে।
অন্যান্য পেশাদারদের সঙ্গে ভালো নেটওয়ার্ক তৈরিতে আগ্রহ থাকতে হবে।
প্রোগ্রামের আওতায় কোর্স ও প্রফেশনাল প্রজেক্ট প্ল্যান সম্পূর্ণ করার জন্য স্ব–উদ্যোগী হতে হবে।
প্রোগ্রামের সব কার্যক্রম সুনির্দিষ্ট তারিখে সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মে, ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন: Program Resolution
অনলাইনে আবেদনের ঠিকানা: Apply Online
প্রসঙ্গত, এশিয়া ফাউন্ডেশন ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন ও সম্ভাবনাকে প্রসারিত করতে কাজ করে থাকে। সংস্থাটি বিগত প্রায় ৭০ বছরে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের স্থানীয় মানুষের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রশাসন, জলবায়ু, লিঙ্গসমতা, শিক্ষা ও নেতৃত্ব নিয়ে কাজ করে থাকে সংস্থাটি। এশিয়ার ২০টির বেশি দেশে ১৭টি স্থায়ী অফিস রয়েছে তাদের, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.