নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের প্রস্তাবিত “অভিভাবক শিক্ষক সমিতি (PTA ) নীতিমালা ২০২৩ ” শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নীতিমালাটি প্রকাশ করে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘Secondary Education Development Program (SEDP)’ শীর্ষক প্রোগ্রামের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘৩২০০০০১০৪-পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ শীর্ষক স্কিমের আওতায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতকৃত “অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩” যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করা হয় ৷
এমতাবস্থায়, অনুমোদিত নীতিমালাটি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এ সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩ দেখতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.