এইমাত্র পাওয়া

মাধ্যমিকে ‘অভিভাবক শিক্ষক সমিতি (PTA ) নীতিমালা ২০২৩’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের প্রস্তাবিত “অভিভাবক শিক্ষক সমিতি (PTA ) নীতিমালা ২০২৩ ” শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নীতিমালাটি প্রকাশ করে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘Secondary Education Development Program (SEDP)’ শীর্ষক প্রোগ্রামের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘৩২০০০০১০৪-পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ শীর্ষক স্কিমের আওতায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতকৃত “অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩” যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করা হয় ৷

এমতাবস্থায়, অনুমোদিত নীতিমালাটি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এ সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

অভিভাবক শিক্ষক সমিতি গঠনের কাঠামোতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ সদস্যে কমিটিতে অভিভাবক প্রতিনিধি প্রতি শ্রেণিতে ২ জন করে ১০ জন, শিক্ষক প্রতিনিধি প্রতি শ্রেণিতে একজন করে ৫ জন, এসএমসি কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবে। কারিগরি পর্যায়ের ২০ সদস্যে, নিম্ন মাধ্যমিক ১০ সদস্যের, স্কুল অ্যান্ড কলেজে ২২ সদস্যের কমিটি করা হবে।

অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩ দেখতে এখানে ক্লিক করুন। 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২০২৪

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.