নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃংখলা ও আপিল বিধিমালা-২০২৪ সংক্রান্ত কর্মশালা আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-১) মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০২৩ এবং এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৩ সংক্রান্ত কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় বদলি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ১১টা থেকে অপর কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩০ জানুয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংক্রান্ত দ্বিতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সভা স্থগিত করা হয়। ২০২৩ সালের ২২ অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।
কর্মশালায় কিছু কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। তারা হলেন, মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো, (ব্যানবেইস); অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; অতিরিক্ত সচিব (কলেজ); অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক-২); চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ); অতিরিক্ত সচিব (উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; অতিরিক্ত সচিব (পরিকল্পনা); মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন); যুগ্মসচিব (প্রশাসন); যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; যুগ্মসচিব (বাজেট); পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর; পরিচালক (কলেজ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিষপ্তর; উপসচির (প্রশিক্ষণ); পরিচালক (মাধ্যমিক) এবং উপসচিব (শৃঙ্খলা বিষয়ক শাখা)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.