নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সিংহভাগ নাটক-সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা ডা. এজাজ। শুধু নাটক-সিনেমায় অভিনয় নয়, ডা. এজাজ বিভিন্ন কারণে হুমায়ূন আহমেদের নিকটজন হয়ে উঠেছিলেন। ডা. এজাজও তাকে অভিভাবক বা পিতৃতুল্য মনে করতেন।
এবারের অমর একুশে বইমেলায় এসেছে হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা এই অভিনেতার স্মৃতিগ্রন্থ। নাম ‘আমার হুমায়ূন স্যার’। সময় প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছেন আরাফাত করিম।
‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রায়ই উপস্থিত থাকছেন ডা. এজাজ। পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন, কখনো বা তাদের সঙ্গে হচ্ছেন সেলফিবন্দি। এরই ফাঁকে গণমাধ্যমের মুখোমুখিও হয়েছেন তিনি। জানিয়েছেন, হুমায়ূন আহমেদকে নিয়ে এই স্মৃতিগ্রন্থ লেখার অভিজ্ঞতা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.