শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
তারা উল্লেখ করেন, গত ৯ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বহিরাগত নারীকে শারীরিক হেনস্তার ১০টিরও বেশি ঘটনা ঘটেছে। বারবার ছাড়া পাওয়ার কারণেই গত ৩ ফেব্রুয়ারি আবারও এক দম্পতিকে ডেকে নিয়ে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় প্রমাণ করে সরকার দেশে জঙ্গলের শাসন কায়েম করেছে।
তারা বিবৃতিতে উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানুষকে ডেকে নিয়ে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ বর্বরতা ও ন্যক্কারজনক ঘটনা ছাড়া কিছুই নয়। দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় তাদের ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রলীগ বার বার অন্যায়-অপকর্ম করে যাচ্ছে। কিন্তু কোনো বিচার হচ্ছে না। ছাত্রলীগ যেন সন্ত্রাস-চাঁদাবাজি ও নারী নির্যাতনের অপর নাম হয়ে গেছে। ছাত্রলীগের নাম শুনলেই এখন দেশের মানুষ আঁতকে ওঠে।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা শিক্ষকসমাজ মনে করি, দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান না থাকার কারণে ছাত্রলীগ যা খুশি করছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক সমাজ হিসেবে আমরা বিব্রত এবং লজ্জিত।
ইউট্যাব নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে অবিলম্বে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। তা না হলে ছাত্রলীগের কাছে দেশের সকল শিক্ষাঙ্গন অরাজকতায় পরিণত হবে। একইসঙ্গে গত ৩ ফেব্রুয়ারি নারী ধর্ষণের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভিযুক্ত কুলাঙ্গারদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.