নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার মিরপুর উপজেলার পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব মিলনের একই বিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যৌন হয়রানী মূলক কথাবার্তা একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় ফুঁসছেন স্কুলটির অভিভাবকরা।
জানা যায়, ভাইরাল হওয়া ১০ মিনিট ৫৫ সেকেন্ডের একটি অডিও ক্লিপে শিক্ষক মিলন একই বিদ্যালয়ের এক ছাত্রীকে নানা ভাবে যৌন হয়রানি মূলক কথাবার্তা বলতে থাকে। যদিও ঐ ছাত্রী বার বার যৌন বিষয়ক কথা এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু মিলন মাষ্টার কোন ভাবেই এই প্রসঙ্গ বাদ দিতে রাজি নন।
এ বিষয়ে ঐ ছাত্রীর সাথে কথা বললে তিনি শিক্ষক মিলনের যৌন হয়রানীর কথা স্বীকার করেন।
এ বিষয়ে শিক্ষক আহসান হাবিব মিলনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে এই শিক্ষকের সাক্ষাৎকার নিতে গেলে সাংবাদিকদের দেখে তিনি বিদ্যালয় কক্ষে লুকিয়ে পড়েন। পরবর্তী সময় বিদ্যালয়ের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। আর এক্ষেত্রে তাকে বিদ্যালয় থেকে সরে যেতে সহযোগিতা করেন ঐ বিদায়ের শিক্ষক শাহিন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সুলতানা পারভীন সহ আরও বেশ কয়েক জন শিক্ষক।
সাংবাদিকদের সাথে কথা না বলা এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় অভিভাবক বৃন্দের মাঝে নানা প্রশ্নেন নাড়া দিয়েছে। তাদের সন্তানদের আগামীর ভবিষ্যত নিয়ে চিন্তিত।
এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুঠোফোনে বলেন, ৩ মাস আগে এক ছাত্রীর অভিভাবকের লিখত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে বসে তাকে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু এই বিষয়টি আমার অজানা।
এবিষয়ে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বিষয়টি এড়িয়ে যাওয়া চেষ্টা করেন এবং মিলন মাষ্টারকে এই অপরাধ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন মহলে দৌড় ঝাপ করছেন ইতিমধ্যে।
কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.