ঢাকাঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটের তারিখ ১৪ মার্চ। আজ মঙ্গলবার কমিশনে ২৭তম সভা শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, আজ কমিশনের ২৭তম সভা হলো। সেখানে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে নমিনেশন পেপার জমা দেওয়া যাবে। নমিনেশন পেপার যাচাই-বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি আপিল নিস্পতি করা হবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৭ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর নির্বাচন হবে ১৪ মার্চ।
এ ছাড়া উপজেলা নির্বাচনের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সচিব বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে বিগত দিনের মতো এবারও চারটি ধাপে উপজেলা নির্বাচন করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপ হবে ৪ মে, দ্বিতীয় ধাপার নির্বাচন হবে ১১ মে, তৃতীয় ধাপে নির্বাচন ১৮ মে এবং চতুর্থ এবং শেষদাকে নির্বাচন হবে ২৫ মে।
এ বিষয়ে বিস্তারিত তফসিল পরবর্তীতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে বলে সচিব জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.