ঢাকাঃ ‘শুধু টাকা’ই চেনেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহীউদ্দীন!” শিরোনামে গত ৩০ জানুয়ারি শিক্ষাবার্তা’য় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুবর্ণচর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দীন।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, আমি মুহাম্মদ মুহীউদ্দীন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী। অত্র সুবর্ণচর উপজেলায় যোগদান করার পর থেকে বাধ্যতামুলক ও মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। গত ৩০/০১/২০২৪খ্রিঃ তারিখে দৈনিক শিক্ষা বার্তা ডট কম অনলাইন পোর্টালে আমার নামে কিছু সাজানো ডাহা মিথ্যা তথ্য পরিবেশন করে আমার সম্মান হানির অপচেষ্টা চালানো হয়েছে যা শতভাগ মিথ্যা, বানোয়াট, সাজানো ও উদ্দেশ্য প্রনোদিত। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সংবাদে প্রকাশিত অভিযোগের কোনটিই আমার সাথে সংশ্লিষ্ট নয়।
মুলত, সুবর্ণচরের বহুবিধ সমস্যায় জর্জরিত প্রাথমিক শিক্ষাকে বর্ণিল সাজে সাজিয়ে কাঙ্খিত লক্ষপথে এগিয়ে নিতে নিজের সমস্ত মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলতার সাথে এগিয়ে চলেছি। প্রাথমিক শিক্ষার সর্বস্তরের অংশিজনের সমন্বয়ে নতুন নতুন ধ্যান ধারণায় নব উদ্ভাবিত সুপরিকল্পিত চিন্তা চেতনায় প্রাথমিক শিক্ষাকে সর্বস্তরের মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে বদ্ধপরিকর মানসিকতায় ছুটে চলেছি। অনেক ক্ষেত্রে সফলতার খুব কাছাকাছি এসে গেছি। বিদ্যালয়ের অংশিজনদের সহযোগীতায় ও উর্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় শিক্ষক শিক্ষার্থীদের স্বক্রীয় অংশগ্রহণে ইতমধ্যে বিদ্যালয়গুলোকে বর্ণিল সাজে সাজানোর দিক নির্দেশনা দিয়েছি এবং তদারকির মাধ্যমে কাজ আদায় করে নিয়েছি। গত বছরের তুলনায় এ বছর প্রায় প্রত্যেক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি করেছি।
নিজ কর্ম তৎপরতায় মেধা ও মননশিলতার সমন্বয়ে স্বীয় কাজকে সফলতার সাথে এগিয়ে নেয়ার পুরুষ্কার হিসেবে সুবর্ণচরে কর্মজীবনের পর পর গত দুবছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছি। ইতপুর্বে আমার পূর্ববর্তি কর্মস্থলেও আন্তরিকতা ও কৃতিত্বের সাথে কাজ করে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের মন জয় করে এসেছি। আমার নিরলস পরিশ্রম ও কর্মতৎপরতায় সুনামের সাথে কাজ করায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায়ও ইতিবাচক গুরুত্বপুর্ণ অবদান রেখেছি।
আমার কর্মজীবনের এই সফলতা ও অর্জন কিছু সংখ্যক পরশ্রীকাতর মানুষের চক্ষুশুল হয়ে দাড়িয়েছে। আমার কর্তব্যনিষ্ঠ মনোভাব কিছু স ংখ্যক ব্যক্তির স্বার্থহানীর কারণ হয়ে দাড়িয়েছে বিধায় আমার অদম্য কর্মনিষ্ঠাকে থামিয়ে দেয়ার জন্য তারা ব্যাকুল হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে আজ আমার বিরুদ্ধে এ সকল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ দিয়ে আমার কর্মজীবনের অর্জিত সুনামকে নষ্ট করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
চাকুরি জীবনের প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে ও প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতি অনুগত থেকে স্বীয় দায়িত্ব সততা ও সাহসিকতার সাথে কর্তব্যনিষ্ঠ মানসিকতায় পালন করে যাবো ইনশাআল্লাহ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.