এইমাত্র পাওয়া

জাতীয়করণের দাবি: ২২ দিনের কর্মসূচিতে অসুস্থ ১৮১ শিক্ষক

জাতীয়করণের এক দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অবস্থান কর্মসূচিসহ ৬ দিনের আমরণ অনশন কর্মসূচিতে মোট অসুস্থ হয়েছেন ১৮১ জন শিক্ষক।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দাবি আদায়ের জন্য আমরা আমরণ অনশন করছি। এবার দাবি আদায় না করে ফিরবো না। প্রতিদিনই অসুস্থ শিক্ষকের সংখ্যা বাড়ছে। কিন্তু আমাদের খোঁজ নিচ্ছে না কেউ।

জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১৬ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন শেষে ৩০ জুন থেকে অনশন এবং ৩ জুলাই থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে একই দাবিতে গত ২৯ জুন প্রতীকী অনশন করেন শিক্ষকরা। পরে সেখান থেকেই অনশনের ঘোষণা দেয় তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.