পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহার গণ্য করে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশও দিয়েছেন আদালত।
রবিবার (২১ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফার নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মো. আলম হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন (৪৫), মো. শাহিন হাওলাদার (৪২), মো. হাসান (৪০), মো. সাইদুর রহমানসহ (৩৫) অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিছন্নতা কর্মীর পদ খালী হওয়ায় নিয়োগের জন্য আসামিরা তাদের মনগড়া বিজ্ঞপ্তি দিয়ে বাদীর অগোচরে গত ২১ অক্টোবর ২০২৩ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণ করেন। পরে ২১ ডিসেম্বর দুপুর ১২টার সময় উপরোল্লিখিত আসামিরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করে উল্লেখিত নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তৈরিকৃত ফলাফল ও রেজুলেশনে বাদীকে স্বাক্ষর করতে বললে বাদী স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আসামিরা অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে জাল নিয়োগপত্র সৃজন করে পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, আয়া, পরিছন্নতাকর্মী নিয়োগ প্রদান করেন।
কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, মামলার বিষয়ে জেনেছি। আদালতের আদেশ পেয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.