ইতালীতে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃ-ত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

নোয়াখালীঃ ইতালীর মিলানে মৃত্যুবরণ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। লিভারের সমস্যাজনিত কারণে তিনি চিকিৎসাধীন অবস্থায় মিলানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জানা যায়, ইসমাইল হোসেনের বাড়ী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায়।

শুক্রবার(১২ জানুয়ারি) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী আরেক শিক্ষার্থী শিশির কুমার।
ইতালিতে পড়াশোনা শেষে সিসকো সফটওয়্যার কোম্পানিতে চাকটি করছিলেন ইসমাইল হোসেন।

এদিকে সহপাঠী ইসমাইলের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার পরিবারের সদস্যরা জানান তাঁর মৃতদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার ও শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ, শিরোনাম, ছবি ও ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.