চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন ভিসি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ও বর্তমান চার ডিন। তারা হলেন, অধ্যাপক ড. নাসিম, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, অধ্যাপক ড. সেকান্দর ও অধ্যাপক হেলাল উদ্দিন।
চবির বর্তমান ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার চার বছর মেয়াদ পূর্ণ করেছেন গত ৩ নভেম্বর। দেশের স্বায়ত্তশাসিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ভিসি কে হবেন, তা নিয়ে চলছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নানা আলোচনা। সংশ্লিষ্টরা মনে করেন, বিশ্ববিদ্যালয়টির ভিসি পদে নিয়োগ দিতে একাধিক শিক্ষকের নামের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। শিগগির সে তালিকা থেকে বিশ্ববিদ্যালয়টির নতুন ভিসির নাম ঘোষণা আসতে পারে।
সদস্যদের ভোটে তিন সদস্যের ভিসি প্যানেল নির্বাচন হওয়ার কথা। পরে সেই তালিকা শিক্ষা মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় যাবে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি সেই তালিকা থেকে একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। তিনি চাইলে প্যানেলের বাইরে থেকেও ভিসি নিয়োগ দিতে পারেন। তবে বিগত কয়েকবার এ আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির ভিসি নিয়োগ দেয়া হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ে থাকা উচ্চ শিক্ষালয়টিতে ভিসি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন চারটি অনুষদের চারজন সাবেক ও বর্তমান ডিন। এর মধ্যে রয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম হাসান।
ভিসি নিয়োগ-সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, শিক্ষক সমিতি এবং আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমরা একজন সৎ, শিক্ষা ও গবেষণায় যারা দক্ষতার সঙ্গে অবদান রেখেছেন, এমন কাউকে ভিসি হিসেবে প্রত্যাশা করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষকদের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন এ বিদ্যাপীঠের। এরই মধ্যে বর্তমান প্রশাসনের ব্যর্থতা বিশ্ববিদ্যালয়কে পেছনে নিয়ে গেছে বলেও মনে করেন তিনি।
এ বিষয়ে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ জানিয়েছেন, ভিসি হওয়ার তালিকায় তার নাম থাকার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে তাকে দায়িত্ব প্রদান করা হলে তিনি চবিকে প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়তে কাজ করবেন। তিনি বলেন, সংশ্লিষ্টরা যদি তাকে এ পদে যোগ্য মনে করেন, তাহলে দায়িত্ব গ্রহণ করে কাজ করতে তার কোনো আপত্তি থাকবে না।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আবু ইউসুফ মিয়া শেয়ার বিজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এ-সংক্রান্ত কোনো ফাইল যদি পরে আসে তাহলে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপাতত বর্তমান ভিসিকে তার দায়িত্ব চালিয়ে নিতে বলা হয়েছে। নতুন ভিসি নিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে। প্যানেলে যেসব নাম থাকবে, তা থেকেই কাউকে মনোনীত করা হতে পারে বলেও জানিয়েছেন ইউজিসির এ সদস্য।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.