ঢাকাঃ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সেলিং অফিস গত ২৬ নভেম্বর শিক্ষার্থীদের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পি. কিউব ডিজিটালে নিয়োগের সুযোগ সৃষ্টি করে। পি. কিউব ডিজিটালের নিয়োগ বোর্ডের উচ্চ পর্যায়ের সদস্যরা উপস্থিত থেকে বিইউবিটির গ্রাজুয়েট এবং শেষ সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য তাদের বিভিন্ন শূন্যপদে ইন্টার্নশিপ এবং সরাসরি চাকরির সুযোগ করে দেয়া। উক্ত ক্যারিয়ার ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের মোট ৪২ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ওয়াক-ইন-ইন্টারভিউতে ভালো করেছেন।
জনাব সালেহীন চৌধুরী, উপদেষ্টা, বিপণন ও পরিচালনা বিভাগ পি.কিউব ডিজিটাল এবং একই সংস্থার বিপণন পরিচালক জনাব পল. এস. বারোই সাক্ষাৎকার পরিচলনা করেন। উক্ত সেশনে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অফিসের ডিরেক্টর ড. মোহাম্মদ মাসুদুর রহমান এবং ডেপুটি ডিরেক্টর জনাব মেসবাহুল হাসান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.