এইমাত্র পাওয়া

মনোনয়নপত্র দাখিল করলেন সাবেক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর

দিনাজপুরঃ দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে উপজেলা পরিষদ চত্বরে তিনি বলেন, অষ্টমবারের মতো আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি আনন্দিত, অভিভূত। সেজন্য দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার দলের প্রতি কৃতজ্ঞ।

এর আগে, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয়মসভায় অংশ নেন। এসময় তিনি ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষের কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.