সব সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবি

রাজশাহীঃ আদিবাসীদের জন্য উচ্চ শিক্ষা ও প্রথম-দ্বিতীয় শ্রেণিসহ সব সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণ ও বাস্তবায়নের দাবিতে র‌্যালি করেছে আদিবাসী ছাত্র পরিষদ।

রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ র‌্যালি করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আদিবাসী পরিষদের সভাপতি নকুল পাহান, সহ-সভাপতি সাবিত্রী হেমরম, সাধারণ সম্পাদক তরুণ মুণ্ডাসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আদিবাসী পরিষদের সভাপতি নকুল পাহান বলেন, আমরা দীর্ঘদিন ধরে আদিবাসীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছি। আমাদের পাহাড় ও সমতলের আদিবাসীদের আত্মপরিচয়ের জন্য সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা পুর্ণবাস্তবায়ন করতে হবে। এসময় তিনি প্রথম ও দ্বিতীয় শ্রেণির যে সব কোটা বাতিল হয়েছে তা পুনরায় বহাল করার দাবি জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.