এইমাত্র পাওয়া

জাবির ৩ অ্যাকাডেমিক ভবনের তালায় ছাত্রদলের সুপার গ্লু

ঢাকাঃ বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি অ্যাকাডেমিক ভবনের প্রবেশপথের তালায় সুপার গ্লু (আঠা) লাগিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার সকাল ৭টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। পরে সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল ছাত্রলীগের নেতাকর্মীরা তালা ভেঙে ফেলে। তালায় সুপার গ্লু দেওয়া ভবনগুলো হলো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন, জীববিজ্ঞান অনুষদ ভবন, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে আজ সকাল ৭টায় এ কর্মসূচি পালিত হয়। এসময় শাখা ছাত্রদল নেতা মাজহারুল আমিন তমাল, মিজানুর রহমান, সালমান আহম্মেদ, মেহেদী হাসানসহ ৭-৮ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা বর্তমানে ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.