সুনামগঞ্জঃ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম মারাত্মভাবে বিঘিœত হচ্ছে।
ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে দুটি উপজেলায় ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে সহকারি শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এতে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, আমি মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় এই দুটি উপজেলার ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রমে মারাত্মকভাবে বিঘœ ঘটছে। তবে খুব শিগগিরই পদোন্নতি সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হব। আশা করি অচিরেই এ সংকটের অবসান ঘটবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.