এইমাত্র পাওয়া

“দ্রব্যমূল্য”- সাইফা ইসলাম নাফিজা

“দ্রব্যমূল্য”
সাইফা ইসলাম নাফিজা
অষ্টম শ্রেণী
গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

কলার ১ হালি,
কিনতে পকেট খালি।
পেঁয়াজ, আদা , রসুন
কিনতে লাগবে সোনার মোহর ।
চারদিক চেয়ে দেখি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
দুচোখ দিয়ে যেদিক চাই,
দেখি কোন কিছু কেনার নাই।
দ্রব্যের এত দাম দেখে ,
পা আমার গেছে বেকে,
পারিনা এখন হাটতে ,
ঝাড় খেতে হবে গিয়ে বাড়িতে।
ডিমের দাম শত,
ভেবেই মাথা নত ,
পেঁপে দেখি অর্ধেক পাকা,
দাম শুনে খেলাম ছ্যাকা।
মাংসের দাম প্রায় হাজার ,
ধ্যাৎ করবো না আর বাজার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.