নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঘুষের টাকাকে ‘সম্মানী ও পারিশ্রমিক’ বলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সা.প্রশা.) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে নওগাঁর রানীনগর উপজেলায় বদলি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে সারা দেশের ১৮ জনকে বদলি করা হয়। এর মধ্যে তালিকার ৭ নম্বরে শফিকুল ইসলামের নাম আছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে তাঁদের বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে স্কুল-মাদ্রাসায় কর্মচারী নিয়োগ ও অনলাইনে শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল পাঠানোর জন্য টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন শিক্ষকেরা। স্কুল-মাদ্রাসায় কর্মচারী নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে তাঁকে ২০ থেকে ৫০ হাজার টাকা দিতে হয়। এর কম হলে তিনি স্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারিনটেনডেন্টদের কটু কথা বলেন। এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির ফাইল পাঠাতে তিনি নিজের বিকাশ হিসাবে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চেয়ে নেন।
শফিকুল ইসলাম স্কুল-মাদ্রাসায় কর্মচারী নিয়োগ ও ফাইল পাঠানোর টাকা নেওয়ার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এই টাকা ঘুষ নয়, সম্মানী ও পারিশ্রমিক। কর্মচারী নিয়োগে সম্মানী ও অনলাইনে এমপিওভুক্তির ফাইল পাঠাতে পারিশ্রমিক নিই।’ এ নিয়ে ১৮ অক্টোবর প্রথম আলো অনলাইনে “আক্কেলপুরের শিক্ষা কর্মকর্তা বললেন, ‘এই টাকা ঘুষ নয়, সম্মানী ও পারিশ্রমিক’” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.