ময়মনসিংহঃ বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রকাশকারী সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক র্যাংকিং-২০২৪ এর তালিকা প্রকাশ করেছে। এ বছর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে ১০৫৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৩টি বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে স্থান লাভ করেছে। যার মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে প্রথম হয়ে দেশ সেরা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
এর আগে ২০২২ সালে প্রকাশিত বিষয়ভিত্তিক র্যাঙ্কি-২০২৩ এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাকৃবির অবস্থান প্রথম ছিল।
সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) নিজস্ব ওয়েবসাইটে বিষয়ভিত্তিক র্যাংকিং প্রকাশিত হয়।
লাইফ সায়েন্স ক্যাটাগরিতে প্রকাশিত র্যাংকিংয়ে বাকৃবির অবস্থান ৬০১-৮০০ এর মধ্যে। অন্য দুটি বিশ্ববিদ্যালয়েরেই অবস্থান ৮০১-১০০০ এর মধ্যে। ২৫.৯-৩৩.৭ স্কোর অর্জন করে বাংলাদেশে প্রথম হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৭.৪-২৫.৮ স্কোর করে যথাক্রমে ২য় অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ‘বাকৃবি মূলত লাইফ সায়েন্স নিয়েই কাজ করে। সেই কাজেরই প্রতিফলন এটি। বরাবরের মতো এবারও স্বীকৃতি পেলাম। বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যে বিষয়টি গৌরবের। আমি এ জন্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্য বিশ্ব সেরা হওয়ার। সেজন্যে সকলের আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, ১১ টি বিষয়ের উপর ভিত্তি করে বিষয়ভিত্তিক র্যাংকিং হয়ে থাকে। এর মধ্যে লাইফ সায়েন্স,ইঞ্জিনিয়ারিং. কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা এবং অর্থনীতি, সমাজ বিজ্ঞান, শরীর বিজ্ঞান এবং ক্লিনিক্যাল এন্ড হেলথ ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান রয়েছে। লাইফ সায়েন্স ক্যাটাগরির মধ্যে আবার কৃষি এবং বন, বায়োলজিক্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স এবং স্পোর্টস সায়েন্স। লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বিশ্বের ১০৫৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যা গতবছর ছিল ১০১৭ টি বিশ্ববিদ্যালয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.