তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ এখন বঙ্গবন্ধু কলেজ

রফিকুল আলম বকুল, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ জেলার গাংনীতে তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু কলেজ নামে স্বীকৃতি পেয়েছে।

গত  ১২ অক্টোবর, ২০২৩ ইং তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্র্যাস্টের ট্র্যাস্টি বোর্ডের সভায় তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম বঙ্গবন্ধু কলেজ নামকরণের অনুমতি প্রদান করা হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের তেরাইল জোড়পুকুরিয়া গ্রামের মধ্যে এই কলেজটি অবস্থিত। ২০০০ সালে কলেজটি বঙ্গবন্ধু কলেজ নামে প্রতিষ্ঠিত হলেও ২০০৪ সালে তেরাইল জোড়পুকুরিয়া কলেজ নামে এমপিওভুক্ত করা হয়।২০০৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে স্নাতক (বিএ ও বিবিএস কোর্স চালুর মধ্যে দিয়ে ডিগ্রী কলেজে রুপান্তরিত হয়।কলেজটিতে ২০০৭ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুইটি ট্রেড নিয়ে বিএম শাখা চালুকরা হয়। পরবর্তীতে ২০১৩ সালে আরও একটি ট্রেড অনুমোদনের মাধ্যমে তিনটা ট্রেড নিয়ে এইচএসসি বিএম শাখার  বিস্তার লাভ করে। ২০২১ সালে কলেজটি এইচএসসি বিএম শাখার কেন্দ্র হিসেবে চালু হয়।

কলেজ সূত্রে জানা গেছে,  কলেজটিতে পুরাতন বিল্ডিং বাদে আরও ২ টা নুতন ভবন তৈরী হয়েছে। এছাড়া আরও একটা নুতন বিল্তিং অনুমোদন হয়েছে। দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, বাউন্ডারি ওয়াল আরসিসি রাস্তার ঢালাই সহ বিভিন্ন কাজ নির্মাণাধীন।

কলেজ সংশ্লিষ্টরা জানান, কলেজটির এই উন্নয়নের সাথে যার নামটি সবার নজর কাড়ে তিনি হচ্ছেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। তার প্রত্যক্ষ ছোয়ায় এই কলেজটির আজকের এই অবস্থান। বর্তমান অধ্যক্ষ মাসুমুল হক মিন্টুর সার্বিক তত্বাবধানে ও আন্তরিক প্রচেষ্টায় এবং সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর ব্যাপক সহযোগীতায় ও আন্তরিক প্রচেষ্টায় কলেজটির ব্যাপক অবকাঠামো ও উন্নয়ন সম্ভব হয়েছে।

এলাকাবাসীর দাবী, বর্তমানে বঙ্গবন্ধু কলেজ নামে অনুমোদিত এই কলেজটিকে জাতীয়করণ করা হোক। আগামী ৩০ অক্টোবর কলেজটির বঙ্গবন্ধু কলেজ নামফলক উন্মোচনের মধ্যে দিয়ে নুতন যাত্রা শুরু হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.