স্কুলের সামনে মাছের আড়ত দুর্গন্ধে নাকাল শিক্ষক-শিক্ষার্থী

হবিগঞ্জঃ জেলার মাধবপুর পৌরসভার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বছরের পর বছর ধরে রাস্তার ওপর মাছের আড়ত বসায় শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া ব্যাহত হচ্ছে।

এখানে গড়ে ওঠা পাইকারি আড়তগুলোয় সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকার মাছ ব্যবসায়ীরা এসে পার্শ্ববর্তী নাসিরনগর ও লাখাই উপজেলার হাওরাঞ্চল থেকে আসা বিভিন্ন প্রজাতির মাছ সস্তায় কিনে নিয়ে যান। ভৈরব, সিলেট এবং ঢাকাতেও এ আড়তগুলো থেকে মাছের চালান পাঠানো হয়। বিদ্যালয়ের সামনে থেকে মাছের আড়তটি অপসারণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও মাছের আড়তটি সরানো হয়নি।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাছের দুর্গন্ধে এলাকায় বসবাস ও স্কুলের ছেলেমেয়েদের লেখাপড়া করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাছের আড়তের পচা গন্ধের কারণে স্কুলের ছোট ছোট শিশু বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের সামনে মাছের আড়ত গড়ে ওঠায় বাজারের লোকজন বিদ্যালয়ের ভেতরে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করছে।

কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পংকজ কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর মাছের আড়ত থাকায় ছেলেমেয়েরা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। এতে শিক্ষকসহ ছাত্রছাত্রীরা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে। আড়তটি বিদ্যালয়ের সামনে থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে এলেও এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে লেখাপড়া করছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুন বলেন, দুর্গন্ধময় পরিবেশ শিশুদের ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করে।

মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে মাছের আড়তটি এখান থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া যায় কিনাÑ এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.