ঢাকাঃ ফিলিস্তিনে ইসরাইলের হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২১ অক্টোবর শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলন স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শুক্রবার ২০ অক্টোবর গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়া ২১ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ে পতাকা অর্ধনমিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.