এইমাত্র পাওয়া

তাড়াশে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ

সিরাজগঞ্জঃ জেলার তাড়াশে ছাত্রীকে (১৫) যৌন নিপীড়নের অভিযোগে কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দারুল উলুম খাদিজাতুল কুবরা হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসায় এ যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার আবাসিক থেকে পড়াশোনা করতেন ওই ছাত্রী। এক সপ্তাহ আগে গভীর রাতে অভিযুক্ত ছাত্রীকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসেন। সেখানে ভুক্তভোগীকে যৌন নিপীড়ন করেন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান ছাত্রীকে যৌন নিপীড়নের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পরিদর্শক মো. নুরে আলম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.