এইমাত্র পাওয়া

নিয়োগ কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর

পাবনাঃ জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে অনিয়মের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের অফিস কক্ষে সভাপতি আব্দুল বাতেন মিয়ার সামনে এ ঘটনা ঘটে। এ সময় চোখে আঘাতপ্রাপ্ত হন তিনি।

প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন ওই দিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশের কোনো সহযোগিতা না পেলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান আহত প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন বলেন, ‘কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব পদে লোক নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে অফিস কক্ষে আলোচনায় বসেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যরা। এ সময় কমিটির সদস্য রাশেদ তার নিজের লোককে অর্থের বিনিময়ে নিয়োগের জন্য পাবনা ডিজির প্রতিনিধির কাছে যেতে বলেন আমাকে। আমি বললাম, সভাপতির সঙ্গে কথা হয়েছে বৃহস্পতিবার যাব। যেহেতু রেজুলেশন লেখা হয়নি। ওইটা লিখে রেডি করে তারপর যাব। এতেই ক্ষিপ্ত হয়ে রাশেদ আমার ডান চোখে জোরে ঘুষি মারেন। এতে আমি অজ্ঞান অবস্থায় চেয়ারের উপর পড়ে যাই। পরে সহকর্মীরা আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।’

তিনি বলেন, ‘আমি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে সাঁথিয়া থানায় গিয়ে অভিযোগ দিলে ওসি বলেন, আমি দেখতেছি, আপনি যান। আমি এর বিচার চাই। প্রয়োজনে আমি আদালতের শরণাপন্ন হবো।’

এ বিষয়ে অভিযুক্ত রাশেদ হোসেন মারধর করার বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের জায়গা ট্রাস্টের নামে থেকে বিদ্যালয়ের নামে করার জন্য একটা প্রতিবেদন চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের কাউকে না জানিয়ে একতরফাভাবে প্রতিবেদন জমা দিয়েছেন, এ জন্য একটু কথাকাটাটি হয়েছে মাত্র।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাতেন মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন।

এ ব্যাপাারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে জিডি হিসেবে নথিভূক্ত করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.