শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক সংবাদমাধ্যমের বৃহত্তম বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন বা ইনমা। মূলত সংবাদমাধ্যমের ব্যবসা, ব্র্যান্ড ও পাঠকদের নিয়ে কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন এটি। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের এলিভেট স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে।
স্কলারশিপে আবেদনের যোগ্যতা:
১. যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে হবে।
২. সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্টের নিচের পদের অবস্থানে থাকতে হবে।
৩.সংবাদমাধ্যমে ১৫ বছরের কম সময় কাজে যুক্ত থাকতে হবে।
৪.আবেদনকারীর বয়স ৪৫ বছরের নিচে হতে হবে।
৫.সংবাদমাধ্যমে শীর্ষ ব্যবস্থাপক হওয়ার ইচ্ছা থাকতে হবে। এছাড়াও নিজ দেশের সুবিধাবঞ্চিতদের অংশ হতে হবে।
যেসব সুবিধা পাবেন: বিনা মূল্যে ইনমার মাস্টার্স ক্লাস করার সুযোগ। এ কোর্সে অন্যদের খরচ হয় ৩ হাজার ২০০ ডলার।
এক বছরের জন্য ইনমার সদস্যপদ পাবেন কেউ এ বৃত্তি পেলে। ইনমার এক বছরের সদস্যপদের জন্য ৭৯৫ ডলার ব্যয় করতে হয়।
ইনমা এলিভেট স্কলারশিপ পেলে মিলবে সার্টিফিকেটও।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা স্কলারশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়: আগামী ৬ অক্টোবর ২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.