এইমাত্র পাওয়া

এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের এমপিও বন্ধে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩ সালের দাখিল পরীক্ষায় কৃষি শিক্ষা পরীক্ষার দিন বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয় শিক্ষার্থীদের। এতে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরা। অবহেলার কারণে এমন ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

মে মাসের এই ঘটনার পর রবিবার  (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদফতর ‘পাবলিক পরীক্ষায় দায়িত্বে অবহেলার’ অভিযোগে বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষসহ সব শিক্ষক-ককর্তাদের এমপিও বন্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০২৩ সালের ১৭ মে দাখিল পরীক্ষার্থীদের ‘কৃষি শিক্ষা’ বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রের স্থলে হল কর্তৃপক্ষ তাদের ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের প্রশ্নপত্র বিতরণ করে, এই মর্মে একটি অভিযোগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠানো হয়। আপনাদের এহেন কর্মকাণ্ড ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এর ১৮.১ (গ) অনুচ্ছেদের পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়, মাদ্রাসা কর্তৃপক্ষের পাবলিক পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যে ক্ষতি সাধিত হয়েছে তার জন্য মাদ্রাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও সাময়িক স্থগিত/স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে মহাপরিচালক বরাবর জবাব দিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.