শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় আইসিটি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ডিজিকন টেকনোলজিস লিমিটেড।
পদ: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ।
পদসংখ্যা: .২০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অধ্যায়নরত/ডিপ্লোমা/স্নাতক সম্পন্ন।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার দক্ষতা, ভাল যোগাযোগ দক্ষতা। বিভিন্ন ধরনের গ্রাহকের সাথে খাপ খেয়ে নেয়ার সক্ষমতা। যেকোনো শিফট/রোস্টারে কাজ করতে ইচ্ছুক।
কাজের ধরন: ক্লায়েন্টের ব্যবসার সাথে সম্পর্কিত গ্রাহকদের ফোনকল পরিচালনা করা। গ্রাহক সেবার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা ও গ্রাহককে সুনির্দিষ্ট তথ্য প্রদান করা। গ্রাহকের চাহিদা চিহ্নিত করা, তথ্য স্পষ্ট করা ও সমাধান প্রদান করা ইত্যাদি।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
বেতন: ৯৫০০ থেকে ১০,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1179773 এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ অক্টোবর ২০২৩
সূত্র: বিডিজবস
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.