ঢাকাঃ ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের পরকীয়া ফাঁস হয়ে যাওয়ায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক মানববন্ধনে এমন মন্তব্য করেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গাজীপুর জেলা ছাত্র সমিতির উদ্যোগে এক মানববন্ধন ও অনশন কর্মসূচির পালন করা হয়।
ঢাবি শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞান সম্পাদক শরিফ আহমেদ মুনিমের উপর পাশবিক নির্যাতনের অভিযোগে হারুন অর রশীদকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি করে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
এসময় বক্তারা বলেন, এডিসি হারুন পুলিশের পরিচয় ব্যবহার করে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। তার পরকীয়া ফাঁস হয়ে যাওয়ায় নিজের ব্যাক্তিগত ক্রোধকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর ওপর হামলা করেছেন।
মানববন্ধনে তারা বলেন, এডিসি হারুন ছাত্রলীগের নেতাকর্মীদের দেখলেই মারতে এগিয়ে আসেন। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী—কাউকেই ছাড় দেয় না। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনেও সে হামলা করেন। এডিসি হারুন পরকীয়াকারী, একজন মানসিক বিকারগ্রস্ত পুলিশ কর্মকর্তা।
এর আগেও তিনি শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। শিক্ষার্থী দেখলেই তিনি হামলা করতে এগিয়ে আসেন। এমন একজনকে পুলিশের এত বড় পদে কিভাবে রাখা হয়েছে বলে প্রশ্ন তোলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, রক্ষক আজ ভক্ষকে পরিণত হয়েছে। আমরা যাদের ওপর বিশ্বাস করে, নির্ভর করতে চাই, তাদের হাতেই আজকে শিক্ষার্থীদের নির্যাতিত হতে হয়। তাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তা না হলে আমরা আন্দোলনে নামব, হারুনের শেষ দেখে ছাড়ব।
ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আশিক রব্বানী জিহান বলেন, ছাত্রলীগের দুই নেতা তার কুকর্ম জেনে ফেলেছেন সে জন্য তাদের থানায় নিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে আহত করেছেন। বন্দুকের বাট দিয়ে আঘাত করে দাত ভেঙে ফেলা হয়েছে। হারুন নিয়মিত শিক্ষার্থীদের ওপর হামলা করে যাচ্ছেন কিন্তু তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে না। আজকের মানববন্ধনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আমু, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট কামরুল হাসানসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.