নাটোরঃ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর জন্ম দেওয়া কন্যা সন্তানের জন্য আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দিয়েছে র্যাব। নাটোরের গুরুদাসপুরে প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই শিক্ষার্থী।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের নারী কল্যাণ সমিতির ব্যানারে র্যাব-৫ এর সিইও লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করেন। এসময় নগদ ৫০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ওই শিক্ষার্থীর দাদির হাতে তুলে দেওয়া হয়।
রিয়াজ শাহরিয়ার উপস্থিত স্থনীয় জনগনের প্রতি মানবিকভাবে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়াতে আহবান জানিয়ে বলেন, সামাজিকভাবে পরিবারটি যেন হেয় না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এ ঘটনা আমাদের সামাজিক অবক্ষয়ের ভয়ংকর বার্তা দেয়। শিশু ও তার পরিবারকে সারাজীবন এর দাগ বয়ে বেড়াতে হবে। র্যাব -৫ অপরাধীকে আইনের হেফাজতে সোপর্দ করা হয়েছে। এসময় সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আশিকুর রহমান, স্কট কমান্ডার নুরুল হুদাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ মাস পূর্বে ভুক্তভোগী স্কুলপড়ুয়া শিশুটিকে প্রতিবেশী দাদা জাহিদুল ইসলাম ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। ঘটনার সাত মাস পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার দাদী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে জানতে পারেন শিশুটির গর্ভে সন্তান রয়েছে। পরে ওই শিক্ষার্থীর দেওয়া তথ্যে চলতি বছরের ১৮ জুন শিশুটির দাদি বাদি হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অনুসন্ধানের এক পর্যায়ে গত ২৫ আগস্ট রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গার হেলেঞ্চা এলাকা থেকে অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। পরে আদালতের মাধ্যমে জাহিদুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে স্কুল পড়ুয়া ওই শিক্ষার্থী একটি কন্যা সন্তানের জন্ম দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.