ঢাকাঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যুগে যুগে অনেক গবেষণা হয়েছে, কোন খাতে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক, কোন খাতে রিটার্ন সবচেয়ে বেশি পাওয়া যায়? সকল গবেষণায় উঠে এসেছে শিক্ষা খাতে বিনিয়োগ করলে লাভ সবচেয়ে বেশি। তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও পরবর্তীতে শিক্ষার উত্তম ফল পাওয়া যায়।
শনিবার (৩ জুন) মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষকদের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা নিয়ে মন্ত্রী আরও বলেন, সিঙ্গাপুর এমন উন্নত ছিলনা। তারা শিক্ষায় অধিক বিনিয়োগে আজকের এ পর্যায়ে এসেছে। যে জাতি যত সুশিক্ষিত, সে জাতি ততো উন্নত। তাই তিনি শিক্ষায় ব্যক্তিগত বিনিয়োগ বৃদ্ধির জন্য সবাইকে আহবান জানান।
প্রাথমিক শিক্ষক সমিতির এ বার্ষিক সভায় সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মধুপুর শাখার সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ এডভোকেট ইয়াকুব আলী, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষক সমিতির নীতি র্নিধারক কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সরকার, মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান এবং শিক্ষক নেতৃবৃন্দ প্রমূখ।
সভায় শিক্ষক নেতৃবৃন্দ প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধিসহ তাদের ৭দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.