এইমাত্র পাওয়া

হঠাৎ অসুস্থ নার্সিং কলেজের ২৪ ছাত্রী

পটুয়াখালীঃ গ্যাস আতঙ্কে পটুয়াখালীতে বেসরকারি একটি নার্সিং কলেজের  ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। চিকিৎসক জানিয়েছেন, মাস-হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যার পরে হঠাৎ করেই একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সন্ধ্যার পরই একটি ছাত্রী হোস্টেলের তৃতীয় তলায় গ্যাসের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। এরপর নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা আরও বাড়ে। এতে একে একে ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও হোস্টেলের নিরাপত্তায় কোনো সিসিটিভি নেই বলেও জানান তারা।

এদিকে জহির মেহেরুন নার্সিং কলেজে দফায় দফায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নানা উদ্বেগ। এর আগে যৌন হয়রানিসহ কয়েকটি অভিযোগে এ কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফতাব উদ্দিন খান, শিক্ষার্থীরা মাস-হিস্টিরিয়া রোগে আক্রান্ত। এটা ভয়ের কারণেও হতে পারে। অনেকে সুস্থ হয়ে গেছেন। আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে তারা সবাই সুস্থ হয়ে যাবেন।

আর জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন সুলতানা বলছেন, আমি গ্যাসের গন্ধ পেয়েছি। শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়তে দেখে দ্রুত তাদের হাসপাতালে পাঠিয়েছি।

পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, গত রাতে জহির-মেহেরুন নার্সিং কলেজের ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এখনও পাঁচজন চিকিৎসাধীন। বাকিদের সকালে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.