ময়মনসিংহঃ ক্লাসে সবসময় ফরমাল ড্রেস পড়ে আসার কথা বলে শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।
সোমবার (২৯ মে) ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্সের পাঠদান করতে গিয়ে ক্লাসে ঢুকেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শার্ট-প্যান্ট ইন করে ফরমাল ড্রেস না পড়ে আসলে ক্লাস করতে দেওয়া হবে না। বিপরীতে মেয়েদের ফরমাল না পড়তে বললেও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ক্লাসে আসার কথা বলেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনো ড্রেসকোড না থাকলেও বিভাগটির এই শিক্ষক ছাত্রদের ফরমাল না পড়ে আসায় ক্লাস থেকে বের করে দেন। তাৎক্ষণিক কয়েকজন শিক্ষার্থী ফরমাল পড়ে ক্লাসে গেলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে যেতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, স্যার প্রথমদিন ক্লাসে সবাইকে ফরমাল ড্রেস পড়ে আসতে বলেন৷আজকে ক্লাসে ঢোকার পর স্যার বলেন তোমাদের তো রেগুলার ক্লাসে ফরমাল ড্রেস পড়ে আসতে বলেছি। ফরমাল ড্রেস ছাড়া আমি ক্লাস করতে দিবো না। ক্লাস থেকে বের হয়ে যাও।
আরেক শিক্ষার্থী বলেন, স্যার রেগুলার ক্লাসেও ফরমাল ড্রেস পড়ে আসতে বলেছেন। প্রতিদিন তো ফরমাল ড্রেস পড়ে আসা সম্ভব না। নিয়মিত ক্লাসে পড়ার জন্য ফরমাল ড্রেস বানানোর সামর্থ্যও আমার নেই। আমি কি করে প্রতিদিন ফরমাল ড্রেস পড়ে আসবো!
তবে ড্রেসকোডের বাধ্যবাধকতা রয়েছে কি না জানতে চাইলে বিভাগটির বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম বলেন, ছাত্ররা ক্লাসে কিভাবে আসবে এ ব্যাপারে বিভাগের কোনো সিদ্ধান্ত নেই। এটাতো আর কিন্ডারগার্টেন না যে স্টুডেন্টদের বলে দিতে হবে ড্রেসের বিষয়ে।
এদিকে ড্রেসকোডের ব্যাপারে অনুষদীয় কোনো সিদ্ধান্ত না থাকার কথা জানিয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান। তিনি বলেন, অনুষদ থেকে এরকম কোনো নির্দেশনা নেই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোনো ড্রেসকোড নেই। তবে প্রেজেন্টশন, ভাইবা বা বিশেষ কোনো পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা ফরমাল পড়তে পারে। তবে এটাও বাধ্যতামূলক না। আর নিয়মিত ক্লাসে ফরমাল ড্রেস পড়ে আসার কোনো বাধ্যবাধকতা নেই প্রশাসনের।
এমন অভিযোগের বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি বলেন, কর্পোরেট সেক্টরে নিয়মিতই ফরমাল পড়ে অফিস করতে হয়। ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের সমস্যা না হয় এজন্য আমি তাদের আগের ক্লাসেই বলেছিলাম ফরমাল ড্রেস পড়ে আসতে। আমার ক্লাসে নিয়মিতই ফরমাল ড্রেস পড়ে আসতে হবে। নাহলে ক্লাস করতে দেওয়া হবে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.