এবার থেকে আর প্রকাশ্যে রাস্তায় ধূমপান করা যাবে না। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় এমনই এক নির্দেশনা জারি করেছেন সেখানকার জেলা শাসক।
ইতিমধ্যেই প্রত্যেক দপ্তরে এই বিষয়ে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রকাশ্যে কেউ ধূমপান করলেই তাকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সচেতনতা বাড়াতে প্রাথমিকভাবে এই বিষয়ে আলাদা করে বোর্ড বা ফেস্টুন দিয়ে প্রচার করা হবে।
শহরকে সিগারেট থেকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিনই প্রায় ১২ জনকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জেলা শাসক শশাঙ্ক শেঠি বলেন, প্রতীকী জরিমানা হিসাবে আজ ২০০ টাকা করে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, সমস্ত জায়গায় এই বিষয়টি নিয়ে আরও বেশি করে সচেতনতা শিবির গড়ে তুলতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.