নিজস্ব প্রতিনিধি:
আজ শুক্রবার লাকসামে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড শীর্ষক মিড ইয়ার রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় ১৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপের সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলার ISA Full Award প্রাপ্ত স্কুল নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সুযোগ্য সহকারী শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান।
ট্রেইনার হিসাবে দায়িত্বে ছিলেন- British Council Bangladesh এর School Ambassador মো: মিজানুর রহমান, ISA Full Award প্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ নূরে আলম, ফকরুল ইসলাম জসিম, সহকারী শিক্ষক হোসাইন আহমেদ আপন এবং জনাব রুবায়ি রায়হান- প্রজেক্ট কো-অর্ডেনেটর (ডিনেট) ।
এই ওয়ার্কশপ এর মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষকগণ British Council School এর সাথে সম্পৃক্ত হতে পেরেছেন এবং প্রত্যেকে British Council Online School একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। পাশাপাশি Partnar School এর সাথে Connect হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
এই ওয়ার্কশপে অংশগ্রহনের ফলে অনেক স্কুল ও কলেজ এর শিক্ষকগণ ISA Award অর্জন করার কলা-কৌশল সম্পর্কে অবগত হতে পেরেছেন।
ওয়ার্কশপ চলাকালিন অংশগ্রহণকারী শিক্ষক জনাব কবির খান শিক্ষাবার্তা ডট কম কে জানান, ব্রিটিশ কাউন্সিলের একটি গ্লোবাল এডুকেশন প্রোগ্রাম হলো ‘কানেক্টিং ক্লাসরুম’।
তিনি জানান, ২ দিনের ওয়ার্কশপ শেষে আমি অবগত হয়েছি দেশী-বিদেশী বিদ্যালয়ের পাঠ্যপদ্ধতি বাংলাদেশের শিক্ষার্থীদের দেখানোর মাধ্যমে শিক্ষা প্রদান করছে কানেক্টিং ক্লাসরুম। জ্ঞান, দক্ষতা বাড়ানোর মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্ব অর্থনীতি উন্নয়ের লক্ষ্যে কাজ করবে আমাদের শিক্ষার্থীরা।
তাই আমাদের শিক্ষকদের এমন প্রশিক্ষণ প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে বলে আমি আশাবাদী।
অংশগ্রহণকারী নাছিমা আক্তার পাখি জানান, অনলাইন ব্যবহার করে উন্নত শিক্ষা প্রদানের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদের। ওয়ার্কশপে অনেককিছু শিখতে সক্ষম হয়েছি পাশাপাশি কানেক্টিং ক্লাসরুমের আওতায় থাকতে পারলে আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করবে, ইংরেজিতেও বেশ দক্ষ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.