শিক্ষক-পিয়নদের সহায়তায় নকলের মহোৎসব

কুমিল্লাঃ জেলার নাঙ্গলকোটে চলমান কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রে শিক্ষক ও পিয়নদের সহায়তায় পরীক্ষার্থীদের নকল দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার উপজেলা নাঙ্গলকোট-১১ (২১২) ধাতীশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ নকল দেওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। স্কুলের পাশে একটি মার্কেটের গোপন কক্ষে কয়েক জন বহিরাগত একসঙ্গে বসে বই থেকে প্রশ্নের উত্তর বের করে বাঁজ করে পেন্টের পকেটে নিচ্ছেন। পরে সেই নকল পিয়ন ও শিক্ষকদের মাধ্যমে নির্দিষ্ট পরীক্ষার্থীর কাছে পাঠাচ্ছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। স্কুল মসজিদের পেছনের কয়েকটি বাড়িতেও বসে নকলের ডিপো।

বুধবার কেন্দ্রে ঢুকে দেখা যায়, পরীক্ষার্থীরা সরবরাহকৃত নকল দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন। এ সময় ধাতীশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাইফুল ইসলাম পিরোজ দৌড়ে এসে সাংবাদিকদের কেন্দ্রে থেকে বের হতে বলেন।

এ ভেন্যুতে পরীক্ষার শুরু থেকেই শিক্ষক ও কেন্দ্রসচিবদের সহযোগিতায় প্রতিটি কক্ষে নকলের মহোৎসব চলছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা লেখাপড়া করান না। মাসে মাসে সরকারের বেতন ভাতা নেন। আর পরীক্ষার সময় আসলে পাগল হয়ে যান নকল নিয়ে। ছাত্র-ছাত্রীরা ফেল করলে তাদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে সে জন্য।

এ বিষয়ে কেন্দ্র সচিব মফিজুল ইসলাম বলেন, এখানে কোন নকল চলে না। সুন্দর ও মনোরম পরিবেশে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন, কেন্দ্রে সাংবাদিকদের গিয়ে ভিডিও করা নিষেধ। আর যেহেতু নকল হচ্ছে আপনার নিউজ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব বলেন, নকল করার কোন সুযোগ নেই। যারা নকল দিবেন বা তার সহযোগিতা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা