ঢাকাঃ সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৭৭ জন শিক্ষক ৩৪ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো অদৃশ্য কারণে দীর্ঘ ৩৪ মাস আমরা বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে অত্যন্ত মানবেতর জীবনজাপন করছি।
তারা বলেন, তার পরে আমরা অত্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের পেশাগত দায়িত্ব-অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। কিন্তু প্রসাশনের দীর্ঘসূত্রিতার কারণে আমরা আমাদের ন্যয্য পাওনা ৩৪ মাসের বেতনের দাবিতে পথে এসে দাঁড়াতে বাধ্য হয়েছি।
কারিগরি শিক্ষার মানোন্নয়নে সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ২০১০ সালের জুলাই মাসে সরকার স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট (স্টেপ) শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। দুই ধাপে প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চলমান ছিল।
এর পর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২০১৯ সালের ৩০ জুন পত্রের মাধ্যমে প্রকল্পের জনবল দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিপত্র জারি হয়।
আন্দোলনকারী শিক্ষকরা নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন করে ২০১২ সালের ২৩ ডিসেম্বর নিয়োগপত্র পান বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন শিক্ষক বর্তমানে সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রয়েনছে। যাদের সরকারি চাকরির বয়স ইতোমধ্যে শেষ এবং পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
তারা বলেন, প্রকল্প শেষে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালের ২২ মে সদয় অনুমতি প্রদান করেন এবং সরকারের থোক বরাদ্দ থেকে ২০১৯- ২০২০ অর্থবছরে বেতন ভাতাদিও প্রদান করা হয়। যা ২০২০ সালের জুন মাস পর্যন্ত চলমান ছিল কিন্তু অজ্ঞাত কারণে তা বর্তমানে বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা বলেন, আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছে না, সন্তানকে স্কুলে পাঠাতে পারছেনা। যতদিন পর্যন্ত দাবি আদায় না হয়, ততদিন আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আন্দোলনরত শিক্ষকরা ৩৪ মাস বেতন ভাতা বন্ধ থাকায় সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৭৭ জন শিক্ষক রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে ৩০ এপ্রিল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। কিন্তু তারপরও এখন পর্যন্ত কর্তৃপক্ষের যথাযথ ও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে শুক্রবার তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকরা রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়