নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুরের জেলা প্রশাসককে ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচিতে পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টস এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক।
বুধবার ২২ মার্চ রাত ৮টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে প্লাকার্ড নিয়ে বসেন তিনি। অবস্থান কর্মসূচিতে হাতে নিয়ে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে- রংপুরের জেলা প্রশাসক ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। এঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এদিকে, ‘স্যার নয় আপা ডাকলেই চলবে’ রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের এমন বক্তব্যের পর রাত সাড়ে ৯ টার দিকে আন্দোলন সমাপ্ত করে ক্যাম্পাসে ফেরেন শিক্ষক উমর ফারুক ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচির সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ওমর ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের দপ্তরে তাঁর সঙ্গে দেখা করতে যান। এ সময় জেলা প্রশাসককে স্যার সম্বোধন না করায় তিনি ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। সেখান থেকে বেরিয়ে এসে তিনি (ওমর ফারুক) জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর রাত পৌনে নয়টার দিকে ভবনের দোতলা থেকে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন অন্য কর্মকর্তাদের নিয়ে নিচে নেমে আসেন। তিনি নিজ কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে ওই শিক্ষক ও শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।
জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি স্যার সম্বোধন করতে বলিনি। এটি ভুল–বোঝাবুঝি।’ বিষয়টি মিটমাট হলে উভয় পক্ষ ছবি তোলেন।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন, ওমর ফারুকের অবস্থান কর্মসূচির খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ছুটে এসে কর্মসূচিতে অংশ নেন। এরপর জেলা প্রশাসক নিচে নেমে এলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকও সেখানে উপস্থিত হন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়