শিক্ষবার্তা প্রতিবেদক :
০তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) রাঙাতে ছয় সদস্যের ‘টিম বাংলাদেশ’ এখন হাঙ্গেরিতে। রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ দল রাজধানী বুদাপেস্টে অবতরণ করে। সেখান থেকে তিন ঘণ্টার বাস ভ্রমণ শেষে বিকেল ৪টায় আইবিও ভেন্যু জেগেদ বিশ্ববিদ্যালয়ে তারা পৌঁছান। সেখানে তারা প্রতিযোগিতায় অংশ নেন।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি দলনেতা অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ও উপনেতা সামিউল আলম রাজিবের নেতৃত্বে বাংলাদেশ দলের হয়ে এবারের আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব থেকে নির্বাচিত আহনাফ তাহমিদুর রহমান, অদ্বিতীয় নাগ, মাধব বৈদ্যান শঙ্করণ ও রাফসান রহমান রায়ান। তারা দেশ ছাড়ার আগ পর্যন্ত চলে নিবিড় প্রশিক্ষণ।
হাঙ্গেরিতে তাত্ত্বিক ও ব্যবহারিক দুই বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের শত শত শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের এ চার মেধাবী মুখ। উপনেতা রাজিব জানান, দলের সবাই ভালো আছেন। রোববার থেকে শুরু হওয়া অলিম্পিয়াড চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। শনিবার রাত পৌনে ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘টিম বাংলাদেশ’ হাঙ্গেরির উদ্দেশে দেশ ছাড়ে।