আগামীকাল সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে শিক্ষক শিক্ষার্থীদের

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগামীকাল রবিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে সব সরকারি-বেসরকারি স্কুল কলেজে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এছাড়া দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লেখা, পোস্টার ও শিল্পকর্ম স্কুল-কলেজের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে। ২৬ মার্চ সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

গতকাল মঙ্গলবার সব স্কুল-কলেজের স্বাধীনতা দিবস উদযাপনে এসব কর্মসূচি নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদেশটি অধিদপ্তর থেকে জেলা-উপজেলা শিক্ষা অফিস ও সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ফ্ল্যাগ রুলস মোতাবেক সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করতে হবে।

স্থানীয় প্রশাসনের আয়োজনের সঙ্গে সমন্বয় করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ২৬ মার্চ উপলক্ষে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা যাবে। ২৬ মার্চ সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস ভবনে আলোকসজ্জা করতে হবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লেখা, পোস্টার ও শিল্পকর্ম শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে। সব কর্মকর্তা ও কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পবিত্র রমজানের পবিত্রতা বাজায় রেখে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করতে হবে।

অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে ও শিক্ষা অফিসে এসব কর্মসূচি পালন করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়