এইমাত্র পাওয়া

নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক :

রোববার (২২ সেপ্টেম্বর) নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ ১৬তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সিলেবাস তুলে ধরা হলো।

স্কুল পর্যায় সিলেবাস

http://www.ntrca.gov.bd/site/page/500f8222-bfcb-4a54-b173-656bb223411d/-

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ১৬তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ লাখ ১০ হাজার ২৬৬ জন, স্কুল পর্যায়-২ এ ১ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন এবং কলেজ পর্যায়ে ৪ লাখ ৩২ হাজার ৩৩৫ জন প্রার্থী রয়েছেন।

স্কুল পর্যায়-২ সিলেবাস

কলেজ পর্যায় সিলেবাস

http://www.ntrca.gov.bd/site/page/e37dd548-d054-4822-bdf2-598c0fe0e615/-

http://www.ntrca.gov.bd/site/page/283e65f6-b419-4568-a1aa-46626ad858c5/-


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.